এম মেহেদী সানি , হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় নবরূপে সুসজ্জিত ‘কলতান’ পেক্ষাগৃহের উদ্বোধন হল মঙ্গলবার ৷ সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের ৯০ লক্ষ টাকা অনুদানে এই ‘কলতান’ পেক্ষাগৃহের সংস্কার করা হয়েছে ৷ পেক্ষাগৃহের উদ্বোধনের পর ওই মঞ্চেই এদিন হাবড়া থানা, উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে ‘শারদ সম্মান, দীপ সম্মান, ঈদ সম্মান ও হাবড়াশ্রী অনন্য সম্মান’ প্রদান করা হয় ৷ হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির সভাপতি হাবড়ার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা এবং আহ্বায়ক হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, সাংসদ ডাঃ কাকলি যোষ দস্তিদার, পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া, মহকুমা শাসক সোমা দাস, হাবড়া এসডিপিও প্রসেনজিৎ দাস, হাবড়া - ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর কুমার দন্ডপাঠ, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ ৷ এ দিন দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা এবং বিশিষ্ট সাংবাদিক কৃষ্ণ দেবনাথকে হাবড়াশ্রী অনন্য সম্মান - ২০২৪ প্রদান করা হয় ৷ মরণোত্তর হাবড়াশ্রী অনন্য সম্মান - ২০২৪ তুলে দেওয়া হয় বিমান দত্ত, দিলীপ কুমার বসু, নীরদ রায়চৌধুরী, আব্দুল হামিদ, ড. দুলাল পাল, ভক্তরঞ্জন ঘোষের পরিবারের হাতে ৷ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখার সময় সম্প্রীতির বার্তা দেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct