নিজস্ব প্রতিবেদক , ভাঙড়, আপনজন: ভাঙড়ে রাজ্য সড়কে রাত নামলেই দাপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই ডাম্পার।মাঠির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ্য সড়ক।মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা। যে বাসন্তী হাইওয়েতে দূর্ঘটনা প্রায় সময়ই লেগে থাকে। সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন শাসক দলের বিধায়ক সওকাত মোল্লা থেকে বিরোধী দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী।এ ব্যাপারে বিধায়ক সওকাত মোল্লা বলেন,আমি অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেফতার এবং গাড়ি সিজ্ করার জন্য পুলিশকে বলেছি।বিধায়ক নওশাদ সিদ্দিকি বিস্ফোরক দাবি করে বলেন, পুলিশের একাংশ কে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে।ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে। সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে। বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলেও অভিযোগ। আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় মাটি রাস্তায় ছড়িয়েও পড়ছে। উল্লেখ্য, বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দূর্ঘটনা লেগেই আছে।তার উপর মাটির দাপাদাপি তে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।তবে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেল, ভাঙড় ১ নং ব্লকের জাগুলগাছী অঞ্চলের চন্ডিপুর সহ বেশকিছু এলাকায় কৃষি জমি ও ফিসারি থেকে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে।এলাকার বাসিন্দারা বলেন, মাটি বোঝাই ডাম্পার বাসন্তীরাজ্য সড়ক ধরে ভাঙড় ১ নং ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে। প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা, তা তাঁদের অজানা। তবে অতীতে কখনও এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি। প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার পারাপার হচ্ছে। এনিয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই। খোদ কলকাতা পুলিশ সামনে দিয়েই অবাধেই চলছে মাটির গাড়ি।সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য লাগামছাড়া পর্যায় পৌঁছেছে। শুধু রাতের অন্ধকার নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত ২৪ ঘণ্টা ধরে। এ ব্যাপারে স্থানীয় পথচারীরা বলেন, অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তার লেদার কমপ্লেক্স থেকে কোন লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে।
বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।ভাঙ্গড় এলাকা কলকাতা পুলিশ আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় ৫০টি মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পার চলাচল করে রাস্তাতে মাটি পড়ে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা।যে ডাম্পার গুলি বাসন্তী হাইওয়েতে চলছে বেশ কয়েকটি গাড়ির ইন্সুরেন্স, ফিটনেস, পলিউশন, সবই ফেল কিভাবে চলছে এই গাড়িগুলি বাসন্তী হাইওয়েতে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।এবিষয়ে বিজেপি নেতা অবনি মন্ডল বলেন, রাজ্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপদজনক, অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত।আর বারবার দূর্ঘটনা ঘটার পরেও কেন প্রশাসন সজাগ হচ্ছে না কেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct