নিজস্ব প্রতিবেদক, ঘুটিয়ারি, আপনজন: ঘুটিয়ারী শরীফ স্টেশন থেকে ঢিল ছোড়া দুরত্বে একটি চায়ের দোকানে কেরাম বোড খেলা কে কেন্দ্র করে মারামারী হয়। পাশাপাশি সেই ঘটনার রেশ পড়ে স্থানীয় নবপল্লী এলাকায়। অভিযোগ সেখানে রাতের অন্ধকারে একটি ক্লাব ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় বোমাবাজী হয়।পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন।বর্তমানে এলাকায় রয়েছে চরম উত্তেজন। স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাঁশড়া পঞ্চায়েত উপপ্রধান আবুল কাশেম সরদার জানিয়েছে, নবপল্লি এলাকায় একটি স্কুল রয়েছে। সেখা প্রতিনিয়ত ছাত্রছাত্রী সহ অভিভাবকরা যাতায়াত করেন। সেই স্কুল সংলগ্ন একটি দোকানে জুয়ার আসর বসে। বিভিন্ন জায়গার সমাজবিরোধীরা জড়ো হয়। পথচলিত সাধারণ মানুষ সহ মহিলাদের কুরুচিকর মন্তব্য করে উত্ত্যক্ত করে সমাজবিরোধীরা। আমাদের পঞ্চায়েত সদস্যার পায়েল গায়েনের স্বামী টিঙ্কা প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করে। আমরা প্রশাসন কে জানিয়েছি।অন্যদিকে নবপল্লি এলাকায় যে ক্লাব ভাঙচুর হয়েছে,ক্লাবের এক সদস্য জানিয়েছেন, চায়ের দোকানে কেরাম খেলা চলছিল। সেখানে পঞ্চায়েত সদসদার স্বামী টিঙ্কা গায়ে এসে টাকা চায়। দিতে অস্বীকার করায় দোকান ভাঙচুর করে। আবার রাতের অন্ধকারে আমাদের ক্লাব ঘরের সামনে কয়েকটা বোমা ছোড়ে। পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালায়। আমাদের দুজনকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct