এম এস ইসলাম, খন্ডঘোষ, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের “বাংলার বাড়ি গ্রামীণ” প্রকল্পে উপভোক্তাদের জন্য সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হয়েছে। খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি জানিয়েছেন, উপভোক্তারা বাড়ি তৈরিতে কোনো অসুবিধা হলে বা কোনো আধিকারিক বেআইনি টাকা চাইলে, কিউঅার কোড স্ক্যান করে সরাসরি অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় আর্থিক সহায়তা বন্ধ করার পর, রাজ্য সরকার নিজ উদ্যোগে উপভোক্তাদের হাতে টাকা তুলে দিচ্ছে বাড়ি তৈরির জন্য। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি, বিভিন্ন আধিকারিক উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নজরদারি করছেন।
কিউআর কোডের সুবিধা উপভোক্তাদের সরাসরি অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন আর অফিসে গিয়ে অভিযোগ জানাতে হবে না। কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিও অভিক কুমার ব্যানার্জি বলেন, “মানুষের স্বার্থরক্ষায় আমরা বদ্ধপরিকর। কিউ কোডের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর প্রক্রিয়াটি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করবে।” সংশ্লিষ্ট সকল উপভোক্তাদের এই ব্যবস্থার বিষয়ে জানাতে এবং সচেতন করতে যথাযথ প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই উদ্যোগ বাংলার বাড়ি প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে এবং প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct