নিজস্ব প্রতিবেদক, আমতা, আপনজন: সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে সরব জাতীয় কংগ্রেস। মঙ্গলবার আমতা কেন্দ্র কংগ্রেস কমিটির পক্ষ থেকে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, আম্বেদকর ইস্যুতে কংগ্রেসের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবী করে জানানো হয়েছে। হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার অর্থ দেশের সংবিধানকে অপমান করা। প্রদেশ কংগ্রেস এটা কোনোভাবে মেনে নিচ্ছে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় কংগ্রেস দল অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ চাইছে। পাশাপাশি তিনি যেন দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এটাই কংগ্রেসের মূল দাবি। এদিকে, জাতীয় কংগ্রেসের আহবানে রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । আজ রাজ্যের একাধিক অংশে জাতীয় কংগ্রেস দলের আহ্বানে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ র বি.আর আম্বেদকর কে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান, সম্পাদক সুপ্রিয় ঘোষ, আমতা কেন্দ্রের কংগ্রেস সভাপতি সমর মল্লিক, আমতা কেন্দ্রের অন্যতম কংগ্রেস নেতা গোলাম মর্তুজা, বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ আহমেদ, বাইনান অঞ্চল কংগ্রেস প্রধান অজয় মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct