অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বড়দিন উপলক্ষে গির্জা গুলোতে গিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান পুলিশের। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বিভিন্ন থানার তরফে এলাকার গির্জা গুলিতে গিয়ে শুভেচ্ছা বার্তা, মিষ্টির প্যাকেট ও উপহার তুলে দেয়া হয়। জেলার পতিরাম, হরিরামপুর সহ বিভিন্ন থানার আইসি ও ওসি রা সংশ্লিষ্ট এলাকার গির্জায় গিয়ে ফাদারের হাতে উপহার গুলি তুলে দেন। উল্লেখ্য, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এই ২৫ ডিসেম্বর তারিখটি কে যিশুর জন্মতারিখ ধরা হয়। উপহার প্রদান, সংগীত, খ্রিষ্টমাস কার্ড বিনিময়, গির্জায় ধর্ম উপাসনা, ভোজ, এবং খ্রিষ্টমাস বৃক্ষ, আলোকসজ্জা, মালা, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনীর মধ্যে দিয়ে অতি আনোনদের সাথে এই দিনটি পালন করা হয় বিভিন্ন গির্জায়।
আর এই বড়দিন উপলক্ষে গির্জায় বিভিন্ন সাজসজ্জা ঘুরে দেখার পাশাপাশি উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দিতে দেখা যায় পুলিশকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct