সাবের আলি, ভরতপুর, আপনজন: রাজস্ব ফাঁকি দিয়ে চলছে দেদার বালি পাচার। রবিবার ক্ষুব্ধ বাসিন্দারা বালি ভর্তি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে। পরে সেখানে পুলিস পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় কুয়ে নদীর তালগ্রাম বালি খাদানের এই ঘটনার সাথে রয়েছে আরও অভিযোগ। নদীগর্ভে গভীর খনন করে পাইপ লাইনের মাধ্যমে মেশিন দিয়ে জল ছেঁকে বালি তোলা হচ্ছে। যা চলছে নদীবাঁধ থেকে সামান্য দূরে। স্থানীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধেও বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ওই বালি খাদান থেকে দেদার বালি পাচার করা হচ্ছে ট্রাক্টরে করে। তাঁদের কাছে খবর আসে যে কোনরকম রয়ালটি ছাড়াই ট্রাক্টরে করে বালি পাচার করা হচ্ছে। এরপর এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ তালগ্রামে বাসিন্দারা বালি ভর্তি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা ট্রাক্টর চালকের কাছে রয়ালটি স্লিপ দেখতে চান। কিন্তু ওই সময় ট্রাক্টর চালক সকাল ৮টা ৪২ মিনিটে কাটা রয়ালটি দেখাতে পারেন। এতে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পুলিসে খবর দেন। পরে পুলিস পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। বাসিন্দা খাইরুল শেখ বলেন, কয়েকদিন আগে বালি খাদান খোলা হয়েছে। কিন্তু খাদান খোলার পর থেকেই সরকারি রাজস্ব্য ফাঁকি দিয়ে বালি খাদান চলছে। দিনে একটি মাত্র রয়ালটি কাটার পর সেটা নিয়ে দিনভর বালি পাচার করছে ট্রাক্টরগুলি। সবচেয়ে বড় ব্যাপার হল এই এলাকায় ভূমি সংস্কার দপ্তরের কোন চেকিং পয়েন্ট নেই।
অপর বাসিন্দা রেজেল সেখ বলেন, শুধু রয়ালটি ফাঁকি নয়। একেবারে নদীর বাঁধের কাছে আধুনিক মেশিন দিয়ে নদীর বুকে গভীর গর্ত করে বালি তোলা হচ্ছে। এতে নদীবাঁধ চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কোন সময় বাঁধে ধ্বস নামতে পারে। এদিকে বাসিন্দারা বালি ভর্তি ট্রাক্টর আটকে দেওয়ার পর ট্রাক্টর চালক বাপন সেখ বলেন, সকালে রয়ালটি কাটার পর গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণেই বেলা ১টা বেজে গিয়েছে। রয়ালটি ফাঁকি দেওয়ার ইচ্ছে আমার নেই। অপর ট্রাক্টর চালক তানজির শেখ বলেন, গাড়ির এখনও রেজিস্ট্রেশন হয়নি বলে কোন রয়ালটি কাটতে পারিনি। তবে ঘাট মালিক আমার কাছে ২০০০ হাজার টাকা নিয়েছেন। আমি সরকারি রাজস্ব্য ফাঁকি দিচ্ছি মেনে নিচ্ছি।
এদিন বালি খাদানে গিয়ে দেখা গেল, নদীতে সমানে জল বয়ে চলেছে। সেই নদীর মধ্যে নৌকাতে একটি বড় পাম্প মেশিন লাগান রয়েছে। পাম্প মেশিন থেকে একটি বড় পাইপ নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই পাইপে করে বালি ভর্তি জল তোলা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct