আপনজন ডেস্ক: গাজার অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা এবং সেনাদের গুলিতে সাতজন নিহত হয় এবং নুর শামস শরণার্থী শিবিরে একজন নিহত হয়। মঙ্গলবার ভোরে শুরু হওয়া রক্তক্ষয়ী ইসরায়েলি সামরিক অভিযানের একদিন পরে এই হতাহতের ঘটনা ঘটে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ফিলিস্তিনি নারী ছিলেন। তাদের নাম খাওলা আলি আবদুল্লাহ আবদো (৫৩) এবং বারা খালিদ হুসাইন (৩০)। তরুণটির নাম ফাতি সাইদ সালেম ওবায়েদ। তারা ইসরায়েলি হামলায় তুলকারেমে নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুলকারেমে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct