এহসানুল হক, বাদুড়িয়া, আপনজন: ন্যাশনাল ক্রাইম রের্ডস ব্যুরো’র মতে অন্য শহরের তুলনায় কলকাতায় নারী সুরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে। সুরক্ষার দিক থেকে শহর কলকাতা এগিয়ে থাকলেও মাঝেমধ্যেই নারী-নিগ্রহের ঘটনায় খবরের শিরোনামে আসে। আর এই মহিলা নিগ্রহের ঘটনায় কিছু টেকনিক বা মাধ্যমের দ্বারা আত্মরক্ষা করা যায়। আত্মরক্ষার টেকনিকের মধ্যে অন্যতম হল ক্যারাটে। আর সেই ক্যারাটে থেকে গোল্ড মেডেল পেল বাদুড়িয়া দুটি মেয়ে ইস্ট ইন্ডিয়া বুডোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল দমদম এয়ারপোর্ট দুই নাম্বার গেট এ পরিনই ভবনে। সেখানে ব্ল্যাক বেল্ট পেল আরাত্তিকা ঘোষ বাদুড়িয়া থানার অন্তর্গত তারাগুনিয়া বাড়ি,সে কুমিতা গোল্ড এবং কাতাতে ব্রাঞ্চ পেয়েছে। সৌমিলি মুখোপাধ্যায় বাদুড়িয়া থানার অন্তর্গত আধারমানিক বাড়ি , কাতাতে গোল্ড এবং কুমিতে গোল্ড পেয়েছে। আরিফুল মন্ডল বনগাঁ থানার অন্তর্গত মালেদহ বাড়ি কাতাতে গোল্ড , কুমিতে গোল্ড পেয়েছে । টিচার আরজুল আলী এবং কোচ আবির মন্ডল এর কাছে দিনে প্রায় দু’ঘণ্টা এই ক্যারেটে প্রশিক্ষণীরা প্রশিক্ষণ নেয় ৷ এরপর বাড়ি গিয়ে আবার দেড় ঘণ্টা প্র্য়াকটিস করে তারা ৷ তাদের কথায়, “আমরা একশো শতাংশ দিয়ে স্যারের সম্মান রক্ষা করতে পারেছি এবং সোনা নিয়ে আসতে পারেছি।”সৌমিলি মুখোপাধ্যায় জানায়, “আমি নিজের সুরক্ষা নিজেই করতে পারি। পথে-ঘাটে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি উপস্থিত হলে তার থেকে সুরক্ষা অবলম্বন করে সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট পারদর্শী।” নবম শ্রেণির ছাত্রী আর আরাত্রিকা জানায়, সেও আশাবাদী এবং তার সুরক্ষা সে নিজেই নিতে যথেষ্ট পারদর্শী।ও বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। ভবিষ্যতেও আমি ক্যারাটেকে জীবনের অন্যতম অঙ্গ হিসেবে বেছে নিতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct