আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে চলতি টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে জয়হীন ভারতীয় দল। পারথে বড় ব্যবধানে জয় দিয়ে সিরিজ শুরু করলেও, তারপর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হেরে যায় ভারত। ব্রিসবেনের দ্য গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ কোনওরকমে ড্র করতে পেরেছেন রোহিত শর্মারা। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ জিততে না পারলে ভারতীয় দলের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা কঠিন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল এখন ১-১। শেষ দুই ম্যাচ জিততে পারলে তবেই টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারে ভারতীয় দল। ফলে মেলবোর্ন টেস্টের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দ্য গাব্বায় বৃষ্টির জন্য প্রথম দিনের বেশিরভাগ সময়ই খেলা সম্ভব হয়নি। এরপরেও বৃষ্টির জন্য এই ম্যাচে বিঘ্ন ঘটে। ভারতীয় দল চাপে পড়ে গেলেও, শেষপর্যন্ত ম্যাচ ড্র করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন না ঘটলে হয়তো এই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়তেন বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকিয়ে ভারতীয় শিবির। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের প্রথম দিন আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। সমান্য বৃষ্টি হতে পারে। তবে তাতে খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার দুপুরের পর রোদের দেখা পাওয়া যেতে পারে। শনিবার ম্যাচের তৃতীয় দিনও সামান্য বৃষ্টি হতে পারে। খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অবশ্য কম। রবিবার ম্যাচের চতুর্থ দিনও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সোমবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিনও সামান্য বৃষ্টি হতে পারে। যদিও খেলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা কম।
ঘুরে দাঁড়াতে পারবে ভারতীয় দল?
অতীতে মেলবোর্ন টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। এবারও লড়াই করার ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেটাররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct