আপনজন ডেস্ক: একের পর এক ম্যাচ জয়ে মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের ছন্দঃপতন ঘটে। উল্টো একের পর এক ম্যাচ হেরে এখন লা লিগার শীর্ষস্থান হারিয়ে কঠিন সময় পার করছে তারা। লিগে সর্বশেষ টানা দুই ম্যাচ হারার পর তাই হ্যান্সি ফ্লিক জানিয়েছিলেন, তার দলের জন্য একটা বিরতি প্রয়োজন।
যেন নতুন বছরে শক্তিশালী হয়ে ফিরতে পারে কাতালান ক্লাব। বড়দিন উপলক্ষে একটা বিরতি পেয়েছেও তারা। কিন্তু শক্তিশালী হয়ে ফেরাটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা চোটের কারণে যে এবার আরেক শিষ্যকে হারিয়েছেন বার্সেলোনা কোচ।
যেন বিরতিতেও স্বস্তি নেই বার্সেলোনার। সেই খেলোয়াড় হচ্ছেন ফেরান তোরেস। শুরুর একাদশে সুযোগ কম পেলেও মৌসুমে দারুণ ছন্দে আছেন স্প্যানিশ ফরোয়ার্ড। সব মিলিয়ে ১৬ ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্টে দলের জয়ে অবদানও রাখছেন তিনি। কিন্তু তার সেই ছন্দে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। সর্বশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বদলি নেমে চোট পান তিনি। ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তোরেসকে। এ সময় দুই ম্যাচ মিস করতে পারেন বলে শোনা যাচ্ছে। কোপা দেল রে ও সুপার কোপার একটি করে ম্যাচ মিস করার কথা তার।
এক বিবৃতিতে বার্সেলোনা লিখেছে,‘গত শনিবারের ম্যাচে পেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন দলের খেলোয়াড় ফেরান তোরেস। এমআরআইয়ে তার ডান পায়ের পেশিতে ছোট আঘাতের সত্যতা পাওয়া গেছে।’
তোরেসের আগে চোট পড়েছেন লামিনে ইয়ামাল, হেক্টর ফোর্ট, মার্ক বার্নেলও। আর মৌসুমের শুরুতেই চোটে পড়েন মার্ক-আন্দ্রে টের স্টেগান ও আন্দ্রেস ক্রিস্টেনসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct