আপনজন ডেস্ক: গরুর সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম বেল্ট নিয়ে এসেছে মুম্বইয়ের একটি ফাউন্ডেশন। “গোরক্ষা কবচ” বেল্টটি একটি ইমেল বা এসএমএসের মাধ্যমে গরুর টিকা দেওয়ার তারিখ মনে করিয়ে দেবে। স্ক্যান করা হলে কোডটি ঘটনাস্থলেই গরুর মেডিক্যাল হিস্ট্রি দেখাবে। কলার বেল্টটি রাস্তার গরুগুলিকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করবে।
বুধবার রিদলান এআই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগের সূচনা করা হয়। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ পুনম মহাজন বুধবার বেল্টটির উদ্বোধন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষে তাকে স্মরণ করে মহাজন বলেন, আমি ভারতের নেতাদের সঙ্গে যুক্ত হতে পেরে ধন্য, যাঁরা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার কথা ভাবেন, কণ্ঠহীনদের কণ্ঠস্বর দেওয়ার কথা ভাবেন। কলার বেল্টটি গরুর জন্য আধুনিক এআই প্রযুক্তি যুক্ত, যা প্রাচীন সংস্কৃতি থেকে একেবারেই আলাদা।
তিনি বলেন, আমি প্রাণীদের জন্য কাজ করছি এবং রিদলান এআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অক্ষয়ের সাথে আমরা অটলজির নামে এই অনন্য প্রোগ্রামটি করেছি।
মহাজন বলেন, কিউআর কোডটি বিপথগামী গরুর জন্য ব্যবহার করা যেতে পারে এবং গোশালা চালানো লোকেরাও আমাদের কাছে আসতে পারে।
তিনি বলেন, গরু বাঁচাতে আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি। ‘গো রক্ষা কওয়াচ’ নামের বেল্টটি গরুকে প্রভাবিত করে এমন অনেক ভাইরাস থেকে গরুর সুরক্ষা নিশ্চিত করার জন্য। কারণ, গত দুই বছরে লাম্পি ভাইরাসে প্রায় ২ লাখ গরু প্রাণ হারিয়েছে। এ ধরনের ঘটনা রোধে টিকাদান এবং সময়মতো গরুকে কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct