আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অর্ডার নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে দিতে যাওয়ার পথে এক ফুড ডেলিভারি এজেন্টকে ক্রিসমাসে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি গ্রুপের সদস্য তার সান্তা ক্লজের পোশাক খুলতে বাধ্য করে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, জোম্যাটোর ডেলিভারি এজেন্ট সান্তা ক্লজের পোশাক পরে বাইকে বসে আছেন এবং তাকে তার পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এক ব্যক্তিকে ডেলিভারি এজেন্টকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘আপনি কি কখনও ভগবান রামের পোশাক পরে মানুষের বাড়িতে যান?’ এর উত্তরে ডেলিভারি এজেন্ট বলেন, ‘না, তবে এখন কোম্পানি আমাকে এই পোশাকটি পরতে বলেছে।’ এরপর ডেলিভারি এজেন্টকে পোশাক খুলতে বলা হয়। মঞ্চের জেলা আহ্বায়ক সুমিত হার্দিয়া ডেলিভারি এজেন্টদের সান্তা ক্লজের পোশাক পরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, হনুমান জয়ন্তী, রামনবমী, দীপাবলির মতো হিন্দু উৎসবে তারা কি কখনও গেরুয়া পোশাক পরেছেন? তাহলে ক্রিসমাসের সময় কেন তারা সান্তা ক্লজের পোশাক পরবেন?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct