আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বড়দিন আশা, ভালবাসা এবং একত্রিত হওয়ার উদযাপন এবং এই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা। বড়বাজারের মধ্যাঞ্চলে ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারিতে মঙ্গলবার মধ্যরাতের প্রার্থনায় অংশ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বড়দিন সব ভেদাভেদ দূর করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্ববোধে একত্রিত করে।
তাঁর সঙ্গে ছিলেন কলকাতার আর্চবিশপ মোস্ট রেভ থমাস ডি’সুজা, ডিজিপি রাজীব কুমার এবং সিটি পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ মুখ্যমন্ত্রী বাংলায় লেখেন, ‘বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা,
হতে বঞ্চিত না হই কভু।’
এরপর ইংরেজিতে লেখেন, ‘ক্রিসমাস আশা, ভালবাসা এবং একত্রিত হওয়ার উদযাপন। এই ঐন্দ্রজালিক মরসুমে, সমস্ত পার্থক্য ম্লান হয়ে যায় যখন আমরা ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে একত্রিত হই। এটি ক্ষমা করার, অবাধে দেওয়ার এবং নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার সময়, এমনকি দয়ার ক্ষুদ্রতম কাজও কারও বিশ্বকে আলোকিত করতে পারে।’
তিনি আরও লেখেন, ‘আমরা যখন আমাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হই, আসুন আমরা সেই ব্যক্তিদের কাছেও পৌঁছাই, যারা হয়তো একা বোধ করে বা ভুলে গেছে। ক্রিসমাসের আনন্দ প্রতিটি কোণে স্পর্শ করুক। আপনাদের প্রত্যেককে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা!’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct