আলফাজুর রহমান, তেহট্ট, আপনজন: স্কুলে মার্কশিট দিতে নেওয়া হচ্ছে টাকা, না দিলে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের এই জোর জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় অভিভাবক ও পড়ুয়াদের একটা অংশ। মঙ্গলবার নদীয়ার তেহট্ট ১ ব্লকের ছিটকা পঞ্চয়েতের মোবারকপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
এদিন দুপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে হরিপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় তারা। দশ মিনিটের কাছে অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর স্কুলে এসে ফের দফায় দফায় প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ অভিভাভকেরা। সেখানে সামিল হয় পড়ুয়ারাও। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ চলে যায়। ঘন্টাখানেকের মধ্যে টাকা ফেরতের দাবিতে ফের উত্তেজনা তৈরি হয় স্কুলে। বিক্ষোভ শুরু করে পড়ুয়ারাও। আবার ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিক্ষোভের পর অবশ্য শেষমেশ টাকা না নিয়ে মার্কশিট দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct