নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সম্প্রতি সংসদে বাবাসাহেব আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে আজ ময়দানে আমদকর মূর্তির পাদদেশে এক ধিক্কার সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক মঞ্চের যৌথ আয়োজনে এই সভায় তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতি শ্রী অভীক সাহা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক শ্রী রাম বচ্চন বক্তব্য রাখেন। অভীক সাহা বলেন সেই স্বাধীনতা পরবর্তী আমল থেকেই বাবাসাহেব প্রণীত সংবিধান মনুবাদী – ফ্যাসিবাদী আর এস এস, বিজেপি’র চক্ষুশূল। তাই বারে বারে তারা এই সংবিধান এবং তার প্রণেতা বাবাসাহেবকে কদর্য ভাষায় আক্রমণ করে এসেছে। তাই অমিত শাহ নূতন কিছু করেন নি। তবে তাঁকে এর জন্য নিশ্চয় ফল ভোগ করতে হবে। তাকে পদত্যাগ করতে হবে।
রাজ্য সম্পাদক শ্রী রাম বচ্চন বলেন, এই কদর্য আক্রমণের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। তবেই মনুবাদী এবং সংবিধান বিরোধী আর এস এস–বিজেপি’কে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে।
সভায় সভাপতিত্ব করেন শ্রী প্রসেনজিত বসু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct