এহসানুল হক, বসিরহাট, আপনজন: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসিরহাটের দু’নম্বর ব্লকের অন্তর্গত ধান্যকুড়িয়া উৎসবের তৃতীয় বর্ষে পদার্পণ করল। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ধান্যকুড়িয়া হাই স্কুল থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় বা মেলান বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী সরোজ ব্যানার্জি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাটের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, উপস্থিত ছিলেন বসিরহাট দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ, মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাক আহমেদ, খাদ্য কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট জনেরা। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী সরোজ ব্যানার্জি। বিভিন্ন মানুষকে এদিন সংবর্ধিত করা হয়।প্রায় পঞ্চাশটি স্টল নিয়ে আগামী আটদিন চলবে ধান্যকুড়িয়া উৎসব। স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে বিভিন্ন ধরনের খাবার, পোশাকের পাশাপাশি শিশুদের বিনোদনের বিভিন্ন স্টল বসেছে এখানে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লোকশিল্পীদের গানও তুলে ধরা হবে মেলাতে। এদিন ধান্যকুড়িয়া প্রধান পৃষ্ঠপোষক এটিএম আব্দুল্লাহ রনি বলেন, ধান্যকুড়িয়ার ঐতিহ্য সভায় জানে, সেই ধান্যকুড়িয়ার ঐতিহ্যকে ধরে রাখতে পাশাপাশি মানুষকে মনোরঞ্জন দিতে আমাদের এই উৎসবের আয়োজন। আজ তৃতীয় বছরে পদার্পণ করলো। এই উৎসব কে কেন্দ্র করে এলাকার বহু মানুষ তারা আনন্দ উপভোগ করে। এলাকার যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন তারাও একটা রোজগারের পথ দেখে। আর সেই নিয়েই আমাদের এই প্রয়াস। বসিরহাট টু পঞ্চায়েত সমিতি সভাপতি ও উৎসবের সভাপতি সৌমেন মন্ডল জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের এই উৎসবের আয়োজন। উৎসব একটি বিনোদনের জায়গা। সারা বছর মানুষ কাজে-কর্মে থাকে। এই শীতের সময় একটু মানুষের বিনোদন দরকার পড়ে। তাই বিনোদনের জন্যই ধান্যকুড়িয়া উৎসব। উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের একটি রুজির সন্ধান রয়েছে। বহু মানুষ উপকৃত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct