এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: কঠিন, তরল, বর্জ্য নিষ্কাশন প্রকল্প বাস্তবায়নে জেলা ও রাজ্যের গন্ডি পেরিয়ে দেশের নিরিখেও সাফল্য অর্জন করেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-১ ব্লকের রাওতাড়া গ্রাম পঞ্চায়েত ৷ এবার মাতৃ ও শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়তে বেনজির সিদ্ধান্ত গ্রহণ করলো প্রধান সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ ৷ অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ৷ প্রধান মানব কল্যাণ মজুমদার জানান, ‘পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রত্যেক গর্ভবতী মায়েদের সপ্তম মাস থেকে সরকারি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রদান করা হবে ৷ পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই খরচ বহন করা হবে ৷’ মঙ্গলবার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে ৷ নারী ও শিশু সুরক্ষায়ও একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধান মানব কল্যাণ ৷ প্রধানের কথায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ সেসময় তিনি অসমাপ্ত রাস্তা নির্মাণ, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল, আলো, সৌন্দর্যায়নের ক্ষেত্রেও বিভিন্ন পরিকল্পনার কথা জানান ৷ এ দিন বার্ষিক গ্রাম সভা থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার বাংলার বাড়ি প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, রাউতারা গ্রাম পঞ্চায়েতে ৫৬৩ জন বাংলার বাড়ি প্রাপক রয়েছেন যাদের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই প্রথম কিস্তি টাকা পেয়েছেন ৷ এ দিন রাওতারা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভায় উপস্থিত ছিলেন হাবড়া-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সামসুল হক, বিএলএফ সিদ্দিক হোসেন, প্রধান মানব কল্যাণ মজুমদার, উপ-প্রধান পূজা কায়পাত্র, সেক্রেটারি নারায়ণ সিংহ প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct