অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: মানববন্ধন কর্মসূচির আয়োজন করল বালুরঘাট যুব তৃণমূল কংগ্রেসের। মূলত আম্বেদকরকে নিয়ে অপমান জনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন যুব তৃনমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচি নেওয়া হয়। এদিনের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার।
এবিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন, ‘কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ভারতবর্ষের সংবিধান প্রনেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কে অপমানজনক কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। তার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। বাবা সাহেব আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা তথা একজন দলিত সম্প্রদায়ের মানুষ। এই দলিত সম্প্রদায়ের মানুষকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অপমান করেছেন তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আমরা দাবী জানাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন। তিনি ক্ষমাপ্রার্থনা না করলে ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct