আব্দুল হাফিজ খান, হাওড়া, আপনজন: জুনিয়র ডিপিএস (প্রেশেন্টলী জে এন্ড এস দিল্লী স্কুল) নিবড়া ব্রাঞ্চে-এ আজ ২৩.১২.২৪ -এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেল দৌড় প্রতিযোগিতা,গুলি চামচ,অংক দৌড়,মেমোরি গেম ইত্যাদি তে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য সহকারে অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগিতা শেষে তারা আকর্ষণীয় উপহার পেয়েছে। এছাড়া ও উক্ত দিনে আমাদের অংকন প্রতিযোগিতার প্রতিযোগীরাও পুরস্কার পেয়েছে। এই অনুষ্ঠানে এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য বর্গ ও জুনিয়র ডিপিএস স্কুলের শিক্ষিকারা ও বিশিষ্ট সমাজসেবী মোঃ হানিফ শেখ মহাশয় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করেছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ সমগ্র এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct