আপনজন ডেস্ক: আবারও ক্রিকেট থেকে বিরতি নিতে হলো বেন স্টোকসকে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবার হ্যামস্ট্রিংয়ের চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। ৩৩ বছর বয়সী স্টোকসকে বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে হবে।
নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে নতুন করে চোটে পড়েন স্টোকস। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ল স্টোকসের। গত আগস্টে দ্য হানড্রেডে খেলার সময় প্রথমবার এই চোটে পড়েন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে জানুয়ারিতে অস্ত্রোপচার হবে স্টোকসের, ‘অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচার হবে ডারহাম অলরাউন্ডারের পায়ে।’
স্টোকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেছেন। সেখানে আরও শক্ত হয়ে ফিরে আসার আকুতি ঝরিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, ‘একটা বাধা পার হওয়া আছে তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরও রক্ত, ঘাম ও অশ্রু ঝরানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি। মাঠেই দেখা হবে।’ স্টোকসের না থাকাটা কোনো প্রভাব ফেলবে ইংল্যান্ডের টেস্ট দলে। আগামী মে মাসের আগে কোনো টেস্ট নেই দলটির। এই চোটের কারণেই ভারত সফরে ও এরপর চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দলে স্টোকসকে বিবেচনা করেনি ইসিবি। স্টোকসকে পাবে না এসএটোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি এমআই কেপটাউনও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct