মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ১৫তম মাদ্রাসা স্পোর্টস অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন স্কুল মাঠে। এই প্রতিযোগিতায় জেলার ৪২টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা এবং এমএসকে-র ৫০০-এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, এআই কুনাল জ্যোতি দাস, খণ্ডঘোষের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অনাবিল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মূল্য শফিকুল ইসলাম এবং জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, লং জাম্প, থ্রোয়িং সহ আরও অনেক কিছু। প্রথমে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। খেলা শুরুর আগে সমস্ত ছাত্র-ছাত্রীরা মার্চ পাশে অংশগ্রহণ করেন । এতে কদমপুকুর সিনিয়র মাদ্রাসা প্রথম স্থান, বর্ধমান মডেল মাদ্রাসা দ্বিতীয় স্থান এবং কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসা তৃতীয় স্থান অর্জন করে। এই মাদ্রাসা স্পোর্টসের খেলায় বিজয়ীরা রাজ্য মাদ্রাসা স্পোর্টসে অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা। তিনি বলেন, বর্তমান প্রজন্মের মোবাইল আসক্তি কমাতে খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাদ্রাসা শিক্ষা এবং খেলাধুলার প্রতি যেভাবে উৎসাহ প্রদান করছেন, তা প্রশংসনীয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, এবং অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বর্ধমান টাউন স্কুলের মাঠ পূর্ব বর্ধমান জেলার অন্যতম খেলার মাঠ ।সেই মাঠে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলা দর্শনীয় হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct