আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সিএনএনকে জানিয়েছেন, জ্বরের কারণে ক্লিনটনকে পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার শারীরিক অবস্থা সম্পর্কে ইউরেনা জানান, তিনি ভালো আছেন এবং তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশাবাদী। ৭৮ বছর বয়সী ক্লিনটন চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণের কারণে তাকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছিল, এরপর থেকে চিকিৎসকরা তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এছাড়া ২০২২ সালের নভেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct