আপনজন ডেস্ক: সৌদি আরবে প্রথম নারী রক ব্যান্ড হিসেবে প্রকাশ্যে গান গাওয়ার অনুমতি পেয়েছে ‘সিরা’। আগে তারা আন্ডারগ্রাউন্ডে পারফর্ম করলেও, এখন জনসম্মুখে তাদের গান শোনানোর সুযোগ পেয়ে বড় অর্জন করেছে।
‘সিরা’ ব্যান্ডের সদস্যরা তাদের পথচলাকে সৌদি নারীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন। তারা চান, সৌদি নারীরা সংগীতের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করুক। ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, সৌদি নারীরা তাদের সংগীত প্রতিভা নিয়ে সবসময় আত্মবিশ্বাসী নয়, তবে আমি চাই তারা নিজেদের প্রতিভা প্রকাশ করুক।
ব্যান্ডের সদস্যরা জানান, সৌদি আরবে পারফর্ম করার অনুভূতি একদম আলাদা। বেজ সিঙ্গার মেস বলেন, এখানকার মানুষদের উৎসাহ দেখে মনে হয় তারা বিশ্বাসই করতে পারে না যে, এমন একটি অনুষ্ঠান সম্ভব। ড্রামার থিং, যিনি নিকাব পরেই ড্রাম বাজান, বলেন, সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি করতে চাই।
‘সিরা’ ব্যান্ডটি পশ্চিমা ও আরব সংস্কৃতির মিশ্রণে রক-আরব সঙ্গীত তৈরি করে, যা শ্রোতাদের মাঝে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তাদের প্রথম অ্যালবাম ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
এটি একটি বড় অর্জন, কারণ সৌদি আরবে ২০০৮ সালে ‘দা একোলেড’ নামক নারী রক ব্যান্ডটি শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে পারফর্ম করতে পারলেও, ‘সিরা’ এখন প্রকাশ্যে পারফর্ম করতে পারছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct