আপনজন ডেস্ক: সিরিয়ার বর্তমান শাসক আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সিরিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে সাফাদি এসব কথা বলেন।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সিরিয়ার ভাইদের পাশে আছি, আপনারাও তাদের পাশে দাঁড়ান।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দুই সপ্তাহ আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রশাসনের সঙ্গে আঞ্চলিক নেতারা সম্পর্ক স্থাপনে আগ্রহ থেকেই মূলত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী শারার সঙ্গে সাক্ষাৎ করেন।
আল-জাজিরাকে সাফাদি বলেন, ‘আমরা আমাদের সিরিয়ার ভাইদের পাশে আছি। তাদের পুনর্গঠন প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা থাকবে। আমরা একটি স্থিতিশীল, নিরাপদ এবং জনগণের অধিকার নিশ্চিত করা সিরিয়া চাই- যা তাদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ।’ এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজ্যবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফিও সিরিয়ায় পৌঁছেছেন। কাতার ১৩ বছর পর দামেস্কে তার দূতাবাস পুনরায় খুলেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, আল-খুলাইফি সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং সিরিয়ার জনগণের প্রতি কাতারের সমর্থনের প্রতিফলন ঘটাবেন।
সাফাদি জোর দিয়ে বলেছেন যে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জর্ডান এবং পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সিরিয়ার ৩৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আমরা চাই এই সীমান্ত সন্ত্রাসী সংগঠন, মাদক এবং অস্ত্র পাচার থেকে মুক্ত থাকুক।’
ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। ইসরাইলকে ১৯৭৪ সালের চুক্তির প্রতি সম্মান জানিয়ে সিরিয়ার ভূখণ্ড থেকে সরে আসতে হবে।’ সিরিয়ার নতুন শাসক আল-শারা আরব এবং পশ্চিমা কূটনীতিকদের স্বাগত জানাচ্ছেন এবং আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা চালাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct