আপনজন ডেস্ক: ছত্তিশগড়ের রায়গড় জেলায় চাল চুরির সন্দেহে এক দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগে এক আদিবাসী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অ্যাক্টিভিস্টরা এটিকে গণপিটুনির ঘটনা বলে দাবি করলেও পুলিশ বলেছে, এটি ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে না।
ঘটনাটি ঘটেছে দুমারপল্লি গ্রামে। পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী, পিটিয়ে হত্যার আসামী বীরেন্দ্র সিদার (৫০) জানিয়েছেন, তিনি হঠাৎ আওয়াজে জেগে ওঠেন এবং পাঁচরাম সারথি ওরফে বুটু (৫০) নামে ওই ব্যক্তিকে লুকিয়ে বাড়িতে ঢুকে এক বস্তা চাল চুরি করার চেষ্টা করতে দেখেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার প্রতিবেশীদের ডেকে মারধর করে গ্রামের সরপঞ্চ সকালে পুলিশকে খবর দেন। সকাল ৬টা নাগাদ সেখানে পৌঁছে সারথিকে মৃত অবস্থায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পুলিশ সূত্রের দাবি, তাঁকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর, লাথি ও ঘুষি মারা হয়। ধৃত তিনজনের বিরুদ্ধে বিএনএসের ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct