আপনজন ডেস্ক: প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ভাল্লার নিয়োগ এমন এক সময়ে এসেছে যখন মণিপুর ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যকে কাঁপিয়ে দেওয়া জাতিগত সহিংসতার পুনরুত্থানের মধ্যে রয়েছে।
ভাল্লা আসাম-মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় পাঁচ বছর ভারতের স্বরাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। অজয় কুমার ভাল্লা পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
এদিকে বিহারের সর্বোচ্চ পদে থাকা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করা হয়েছে। ড. হরি বাবু কাম্ভমপতিকে ওড়িশার রাজ্যপাল করা হয়েছে। ড. কাম্ভামপতি এর আগে মিজোরামের রাজ্যপাল ছিলেন। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ড, বিজয় কুমার সিংকে মিজোরামের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct