আপনজন ডেস্ক: উত্তরাখণ্ডের রামনগরের খারাদি শহরের সরকারি ইন্টার কলেজের এক দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মুসলিম ছাত্রদের জুম্মাবারের নামাজ পড়ার জন্য এক ঘণ্টার বিরতির অনুমতি দেওয়ায়। সংবাদ সংস্থা সুত্র জানিয়েছে, সরকারি ইন্টার কলেজের প্রিন্সিপাল ইনচার্জ তিলক চন্দ্র যোশী মুসলিম ছাত্রদের জুম্মার নামাজের জন্য এক ঘণ্টা ছুটির অনুমতি দিয়েছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলসহ বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী তার প্রতিবাদ শুরু করে। তার পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডের
শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ তিলক চন্দ্র যোশীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ জারি করে।
ব্লক শিক্ষা অফিসারের মাধ্যমে তিলক চন্দ্র যোশীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং অধিদপ্তরে পাঠানো হয়েছিল। মাধ্যমিক শিক্ষার অতিরিক্ত ডিরেক্টর ড. মুকুল সতীর জারি করা আদেশে বলা হয়েছে যে কর্মচারীদের আচরণ বিধি ২০০২ এর পরিপন্থী আচরণের পরিপ্রেক্ষিতে শিক্ষক তিলক চন্দ্রকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় পর্যন্ত, তিনি নৈনিতালের প্রধান শিক্ষা অফিসারের অফিসে সংযুক্ত থাকবেন। তবে, যোশী জানান ছাত্ররা জুম্মাবারের প্রার্থনা শেষে স্কুলে ফিরে এসেছিল। এই অনুশীলনের লক্ষ্য ধর্মীয় বাধ্যবাধকতার সাথে শিক্ষাগত দায়িত্বের ভারসাম্য বজায় রাখা।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা অধ্যক্ষের বিরুদ্ধে এক সম্প্রদায়ের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাদের চাপে শিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করে। শনিবারের মধ্যে যোশীর কাছে ব্যাখ্যা চাওয়া হয় এবং রবিবার অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অধিকর্তা ড. মুকুল কুমার সতি তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। তবে, অধ্যক্ষ যোশীকে সাময়িক বরখাস্ত করায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানান শিক্ষকরা। তারা বিক্ষোভও দেখান। এ ব্যাপারে রামনগর শিক্ষা আধিকারিক কার্যালয়ে সরকারি শিক্ষক সমিতি ব্লক ইউনিটে সঞ্জীব কুমারের সভাপতিত্বে এক বৈঠক হয়। সভায় বিভাগ অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদ করা হয়। সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাতিল না হলে সংগঠনটি আন্দোলনে নামবেন। ওই শিক্ষকের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিযেছে। সংগঠনটি এসডিএম রামনগর রাহুল শাহের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অধ্যক্ষের সাসপেন্ড প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি পাঠিয়েছেন প্রতিবাদী শিক্ষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct