আপনজন ডেস্ক: স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ চারজনের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীর ভট্টাচার্য, রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এস পি সাহা এবং সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহার জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে। অভিযুক্তরা তাদের জামিনের আবেদনে জানিয়েছিলেন, প্রায় দুই বছর কারাগারে থাকলেও তাদের বিচার এখনও শুরু হয়নি।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাদের মুক্তির বিরোধিতা করে বলেছে যে কথিত স্কুলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্তদের তদন্ত সম্পূর্ণ হলেও নিয়োগে অনিয়মের তদন্ত এখনও চলছে।
সিবিআই জানিয়েছে, প্রভাবশালী অভিযুক্তদের জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। ফলে পার্থ জামিন ফের আটকে গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct