আপনজন ডেস্ক: আরজি কর মামলার তদন্তে অহেতুক দেরি এবং অপরাধীদের সুরক্ষায় কলকাতা পুলিশের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে মঙ্গলবার সিবিআইয়ের সল্টলেক অফিসের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদ হিসেবে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের গেটে প্রতীকী ভাবে তালা লাগিয়ে দেন জুনিয়র ডাক্তাররা।
নিরাপত্তারক্ষীরা গেট থেকে প্রতীকী তালা খুলে দিলে ঘটনাস্থলে মোতায়েন চিকিৎসক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
এক আন্দোলনকারী চিকিৎসক হতাশা প্রকাশ করে বলেন, “সিবিআই যেভাবে তদন্ত পরিচালনা করছে, তাতে আমরা আশা হারিয়ে ফেলছি। এভাবে চলতে থাকলে কলকাতায় অফিস বন্ধ করে দিলে ভাল হবে। ‘ আরেক চিকিৎসক আরও বলেন, ‘এত দিন পেরিয়ে গেলেও আমাদের বোন অভয়া বিচার পায়নি। দুষ্কৃতীদের বাঁচাতে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছেন সিবিআই গোয়েন্দারা। আমরা সিবিআই চাই না। এদিকে, মৃত চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবিতে মধ্য কলকাতার এসপ্ল্যানেড এলাকার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিয়ে ২০ ডিসেম্বরের নির্দেশে বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্য, যার ফলে জয়েন্ট ফোরাম অফ ডক্টরসকে ২০-২৬ ডিসেম্বর মধ্য কলকাতার এসপ্ল্যানেডে ডোরিনা ক্রসিং থেকে ৫০ ফুট দূরে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছিল।
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ২৪ ডিসেম্বর মঙ্গলবার আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবা-মাকে নির্দেশ দিয়েছে, ধর্ষণ হত্যা মামলায় আরও তদন্তের জন্য তাদের আবেদনের শুনানি করা যায় কিনা তা প্রধান বিচারপতির বেঞ্চের কাছে ব্যাখ্যা চাইতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct