আপনজন ডেস্ক: পশ্চিম মেক্সিকোর একটি বনাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সেসনা ২০৭ মডেলের ছোট বিমানটি লা প্যারোটা শহর থেকে যাত্রা করেছিল। জেলিসকো সিভিল প্রটেকশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, বিমানটি এমন একটি স্থানে বিধ্বস্ত হয়েছে যেখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্যে সাতজন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলিসকো সিভিল প্রটেকশন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে উদ্ধারকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগে একইদিন তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার আরোহীর সবাই নিহত হন। দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।এছাড়া রোববারই দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোরে দোকানের ওপর একটি উড়োজাহাজ আছড়ে পড়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, রোববার সকাল নয়টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি নয় যাত্রীর সবাই মারা যান। লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন। আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct