সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: বাড়ি বাড়ি কল আছে, জল নেই। আর জলের ট্যঙ্ক পুকুরের জরে মুখ থুপরে পড়ে। দূর্ভাগ্যক্রমে প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া-১ ব্লকের জগদ্দলা-২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে খবর, বছর দু’য়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরী বিভাগের তরফে ‘জল জীবন মিশন’ প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে ‘বাড়ি বাড়ি জল’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজ শুরু হয়, গ্রামে পানীয় জলের বিশালাকার ট্যাঙ্ক বসে, বাড়ি বাড়ি জলের পাইপ লাইনের সংযোগ দেওয়ার পাশাপাশি সরকারী খরচেই ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই!
দৈব্যক্রমেও একদিনও জল পাননি, এমনকি তিনটি ট্যাঙ্কের একটি ওই এলাকার পুকুরে গড়াগড়ি খাচ্ছে।
স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষের দাবি, তৃণমূলের নেতারা দায়সারা কাজ করিয়ে ‘কাটমানি’ নিয়ে সরে পড়েছে। মানুষের ট্যাক্সের টাকা মানুষের কাজে আসেনি। কৃষ্ণনগর গ্রামের মানুষ জল পাননি- এবিষয়টি তারা স্থানীয় বিডিও-র নজরে আনবেন বলে জানান।
অন্যদিকে ওই বিষয়টি ‘ছোটো ঘটনা’ বলে দাবি বাঁকুড়া-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি অংশুমান মুখার্জীর।
তিনি বলেন, ‘সিঙ্গেল ভিলেজ স্কিমে’র আওতায় এজেন্সির মাধ্যমে কৃষ্ণনগর গ্রামে জলপ্রকল্পের কাজ হয়েছিল। মাঝে কিছুদিন জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের কাজ থমকে ছিল, বর্তমানে পূর্ণোদ্যমে কাজ চলছে। ওটি ছোটো ঘটনা, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কৃষ্ণনগরের সমস্যা দ্রুত সমাধান করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct