চন্দনা বন্দ্যোপাধ্যায় , বারুইপুর, আপনজন: বেহাল অবস্থায় বারুইপুরের একটি আই সি ডি এস সেন্টার, নজর নেই প্রশাসনের। বারুইপুর পূর্ব বিধানসভার উত্তরপুরি গ্রামের একটি আইসিডিএস স্কুলের জীর্ণ দশা, দীর্ঘ ৫বছর ধরে রাস্তার পাশে কলা গাছের মধ্যে বিদ্যুৎহীন ছোটো বারান্দায়কোনো রকমে চলছে এই স্কুল।ভাঙা ঘরে জল বৃষ্টির মধ্যে চলছে এই স্কুল। ছাত্রদের বসার জায়গা নেই। টোলের ঘরে ছোটো একটু বারান্দায় এই ভাবে চলছে স্কুল।বৃষ্টি হলে জল পরে, সাপ ব্যাঙ ঢোকে, শুয়োপোকার উৎপাত, এমনটা জানালেন ওই আইসিডি এস স্কুলে আসা ছাত্রদের অভিভাবকেরা।এই স্কুলে একজন দিদিমণি, রান্নার কোনো লোক নেই, দিদিমণির মাইনের টাকায় দিয়ে রান্নির টাকা দিতে হয়।এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয় নি বলে জানালেন এই স্কুলের দিদিমণি।ওই আইসিডিএস স্কুলে যে ছাত্ররা আসে তাদের অভিভাবকদের দাবি বাচ্চাদের পাঠাতে ভয় হয় স্কুলে, কেননা রাস্তার পাশে আবার কলা গাছের মধ্যে সাপ, ব্যাঙ সহ বিষাক্ত জীব থাকে।এই স্কুলটি দ্রুত অন্যত্র সরে গেলে তাদের চিন্তা মুক্ত হয়। তাঁরা বার বার বিডিও এবং সিডিপিওকে জানিয়ে ও কোনো কাজ হয়নি। বিডিও এবং সিডিপিওর উদাসীনতায় এরকম রাস্তার পাশে বারান্দায় ছাত্রদের পড়তে হচ্ছে, যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানালেন অভিভাবকেরা। রান্নার জায়গার উপরে খেজুর গাছের পাতা আর টিন দিয়ে ছাওনি করা, বেশির ভাগ জায়গাতে ফাঁকা, বৃষ্টি হলে জল পরে ,যখন তখন ভেঙে পরতে পারে রান্নার ছাউনি বলে জানালেন ওখানকার ছাত্রদের অভিভাবকরা, বাচ্চাদের আইসিডিএস স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন তাঁরা।পাশেই ঝা চকচকে আইসিডিএস সেন্টার কিন্তু এই উত্তর পুরীর গ্রামের এমন চিত্র দেখে হতবাক সাধারণ মানুষ ও অভিভাবকরা।কবে এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে আছে অভিভাবক এবং ওই স্কুলের দিদিমণি।তবে এই বিষয়টি দেখার আশ্বাস দিলেন বারুইপুর ব্লকের বিডিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct