মোহাম্মদ জাকারিয়া , রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত গোয়াগাঁও হামেদা নগরে অবস্থিত আল ফাইসাল ইন্টারন্যাশনাল স্কুলে রবিবার অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি পরিবেশনায় ছিল প্রাণের ছোঁয়া, আর ছাত্র-ছাত্রীদের প্রতিভা মুগ্ধ করেছিল উপস্থিত সবাইকে। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ, কবিতা, আবৃত্তি, বক্তৃতা এবং নাটকের মাধ্যমে মঞ্চে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা তুলে ধরেন। তাঁদের সৃজনশীলতার ছাপ দর্শকদের মনে এক অনন্য আনন্দের ছাপ রেখে যায়। একই দিনে ছাত্রছাত্রীদের উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ।
উপস্থিত অতিথিদের তালিকায় ছিলেন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের বিডিও কৌশিক মল্লিক, বুড়িহান আল হুদা ব্রাইট মিশনের চেয়ারম্যান মতিউর রহমান মাদানী, স্কুলের চেয়ারম্যান মিসবা উদ্দিন, সম্পাদক মোহাম্মদ সোইবুর, ভাইস চেয়ারম্যান মুসলে উদ্দিন বুখারী, এবং স্থানীয় জেলা পরিষদের প্রতিনিধি জাইনুল হক।
অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল আল আমিন মিশন থেকে নিট পরীক্ষায় সফল মহসিনা খাতুনের সংবর্ধনা। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী মহসিনা নিজের সাফল্যের গল্প শোনান, যা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করে। বক্তারা তাঁদের ভাষণে শিক্ষার্থীদের প্রতিভা ও বিদ্যালয়ের কার্যক্রমের প্রশংসা করেন। তারা আল ফাইসাল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাগত মান এবং সাংস্কৃতিক প্রচেষ্টাকে ভবিষ্যতের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct