নিজস্ব প্রতিবেদক , হাওড়া, আপনজন: হাওড়ার আমতা রামসদয় কলেজে অনুষ্ঠিত হলো আইআইটি মুম্বাইয়ের সহযোগিতায় বিশেষ একটি সেমিনার। ভূগোল ও সফটওয়্যার শিক্ষা নিয়ে আয়োজিত এই সেমিনার কলেজের জিওগ্রাফি বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. দেব কুমার মুখোপাধ্যায় জানান, “কোভিড পরিস্থিতিতে পঠন-পাঠন ব্যাহত হয়েছিল। তখন অনলাইনে শিক্ষাদানের বিভিন্ন মাধ্যম খোঁজা হয়। সেই সময় আইআইটি মুম্বাইয়ের মুকস প্রোগ্রাম ও স্পোকেন টিউটোরিয়াল প্রোগ্রামের কথা জানতে পারি। এরই অংশ হিসেবে আজকের কর্মশালা আয়োজন করা হয়েছে।”
সেমিনারে উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রতিনিধিরা, এবং ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ জানান, এই ধরনের উদ্যোগ ছাত্রদের মেধাবিকাশে সহায়ক হবে এবং তাদের ভবিষ্যতের জন্য নতুন সুযোগের দিগন্ত খুলে দেবে।
ভূগোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মণিকুন্তলা খাড়া বলেন, “আমাদের কলেজে ২০২০ সাল থেকে আইআইটি মুম্বাইয়ের তত্ত্বাবধানে সফটওয়্যার অ্যাড-অন কোর্স চালু হয়েছে। আজকের আলোচনা সভায় সংস্থার টিউটোরিয়াল ম্যানেজার পার্থ গাঙ্গুলি উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত ৮০৬ জন ছাত্রছাত্রী এই কোর্সের মাধ্যমে উপকৃত হয়েছেন।” এই সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীদের শুধু পঠন-পাঠনের গণ্ডি নয়, ভবিষ্যতের সুযোগ-সুবিধার বিষয়ে সচেতন করার প্রয়াস করা হয়েছে। ভূগোল এবং ফিজিক্স বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct