নিজস্ব প্রতিবেদক , অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সি. রবিবার বিকেলে বিধায়ক আমিরুল ইসলামের ডাকে আয়োজিত এই শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সি’র রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান, জেলা আই এন টিটি ইউ সি’র সভাপতি তথা সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইঞ্জামামূল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সমাবেশ শুরুর প্রাক্কালে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে কর্মী সমর্থকদের আগমন লক্ষ করা যায়। সমাবেশ থেকে জনগণের হয়রানি বন্ধ, উমরপুরে পিএফ অফিস ফিরিয়ে নিয়ে আনার দাবি, তারাপুর চালু করার দাবি এবং জনবিরোধী শ্রমনীতির প্রতিবাদ করা হয়। শ্রমিক সমাবেশে বিরোধী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চাচন্ড পঞ্চায়েতের দুই সদস্য। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দলীয় নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct