নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন: রবিবার ‘আমাদের সমাজ বার্তা’ সাহিত্য পত্রিকার উদ্যোগে সমাজ গঠনে সাহিত্য, সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদের উমরপুর ড: কালাম মডেল মিশনের সভাগৃহে। এদিনের আনুষ্ঠানিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি গবেষক কুণাল কান্তি দে, প্রধান বক্তা সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ সাদউদ্দিন, প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষক, কবি ও প্রাবন্ধিক তৈমুর খান, পকাবিলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত গবেষক ড. নুরুল ইসলাম, কবি সাধন কুমার রক্ষিত, সমাজসেবী মতিউর রহমান, প্রাক্তন প্রধান রুস্তম আলি, সংগীত শিল্পী শচীন পাল, গুলজার হোসেন সহ আরও অনেক কবি, সাহিত্যিক, গল্পকার ও সাংবাদিকগণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়াও সংগীত ও ভাষণের মাধ্যমে চলে অনুষ্ঠান।
সকল অতিথিদের একটাই বক্তব্য কিভাবে সাংবাদিককতার কলম সত্য পথে চলবে, লেখনীর মাধ্যমে সমাজের প্রতিটা অভাবকে পূরণ করা প্রয়োজন। এছাড়াও এদিন উপস্থিত অতিথিদের দ্বারা পঞ্চম বর্ষ আমাদের সমাজ বার্তা সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক ড. কালাম মডেল মিশনের সম্পাদক ড: সেখ মহিম আলি। আরও অনুষ্ঠানের প্রতিনিধি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি আবদুস সালাম, ষষ্ঠী কুমার দাস, মনিরুজ্জামান, শিক্ষক সাইফুল ইসলাম, চিকিৎসক মিজানুর রহমান, কবি ও শিক্ষিকা রিনা কংস বণিক প্রমুখ।
সমাজ গঠনে সাহিত্য, সাংবাদিকতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন তার বক্তব্যে বলেন, সাংবাদিকতার মধ্যে হলুদ সাংবাদিকতা থেকে পেইড রিপোর্ট ও পরে চলে এসেছে গদি মিডিয়া। সাংবাদিকতা আজ চলে গেছে শাসকের হাতে। ফলে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা হারাচ্ছে। অনুষ্ঠানের আয়োজক তথা আমাদের সমাজ বার্তা সংবাদ পত্রের সম্পাদক মুহা: মুস্তফা সেখ জানান, আমরা বিভিন্ন ব্লকজুড়ে রীতিমতো এই সাহিত্য ও সাংবাদিকতার গঠনমূলক বিষয়ক আলোচনা সভা করে যাচ্ছি। আগামীতে আরও প্রচেষ্টা চলছে। তার পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতা অবদানে দশজনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct