আসিফ রনি, বহরমপুর, আপনজন: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের প্রতিবাদে শহর বহরমপুরের এক সভা থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা ও ওয়াকফ বিল বাতিলের দাবিতে উঠল আওয়াজ।
বেগম হাজেরা এডুকেশন এন্ড চারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল-২০২৪ সংশোধনের বিরুদ্ধে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা। ট্রাস্টের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
তিনি বলেন, ওয়াকফ সংশোধনী নামক এই কালা আইনের বিরুদ্ধে সমাজের সর্ব স্তরের মানুষকে পথে নামতে হবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এই সভায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী অধীর রঞ্জন চৌধূরী ।
তিনি বলেন মুসলিমদের ওয়াকফ কাউন্সিলে অমুসলিম রাখতে হলে অমুসলিম ধর্মীয় ট্রাস্ট গুলিতেও মুসলিমদের রাখা হোক। প্রকৃতপক্ষে বিজেপি যে বিভাজনের রাজনীতি করে তাতে বর্তমান কোন ইস্যু না থাকায় এই ওয়াকফ বিলকে বেছে নেওয়া হয়েছে এবং একটা উত্তেজনা তৈরী করতে চাইছে। বিশিষ্ট শিক্ষাবিদ ড. কামাল হোসেন বলেন, শুধু বিজেপি যে মুসলিমদের পিছিয়ে রাখতে চাইছে তাই নয়, রাজ্য সরকারও সুপরিকল্পিত ভাবে মুসলিম ইস্যু গুলোকে এড়িয়ে যাচ্ছে। এছাড়াও ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে দশ হাজার মাদ্রাসা তৈরির কথা বলেছিলেন তার একটিও হয়নি। বরং সুকৌশলে শিক্ষক ঘাটতি ও দুর্নীতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী রবিউল ইসলাম, লালগোলা কলেজের অধ্যাপক ড. সাইদুর রহমান , ড. মোহাম্মদ ইসমাঈল সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct