জয়দেব বেরা, কলকাতা, আপনজন: শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস পরীক্ষার(একাদশ ও দ্বাদশ সহ অন্যান্য) ফলাফল প্রকাশিত হয়েছে। তবে যে পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থী মহলের দাবি, সাধারণত কোনও পরীক্ষার ফলাফল দেখার সময় নিজের রোল-নং এবং জন্ম তারিখ সাবমিট করলে তবেই দেখতে পাওয়া যায় ব্যক্তিগত ফলাফল কিংবা রোল-নং সহিত নাম সহ মেধা তালিকা। পাশাপাশি প্রদান করা হয় পরীক্ষার কাট অফ। অভিযোগ, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে দেখা গেছে কিছু পদ্ধতিগত ত্রুটি। যেমন নেই কোনও সঠিক মেধা তালিকা, নেই কোনও নাম এবং নাম্বারের তালিকা বা কাট অফ। কেবল একটি ইনফর্মাল মূলত তালিকা প্রকাশিত হয়েছে। যেমন যদি কোনও সাবজেক্ট এর দুটো পোস্ট থাকে তাহলে কেবলমাত্র টোটাল তিন জনের রোল-নং দেখানো হচ্ছে। নেই বাকিদের কোনও নাম, রোল-নং তথা মেধা তালিকা। কেবলমাত্র ইন্টারভিউতে যারা যাবেন তাদের রোল-নং দেওয়া হয়েছে, যদিও তা খুবই অল্প সংখ্যক। অর্থাৎ দুটো পোস্ট থাকলে মাত্র তিন জনকে সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে বাকিদের নাম্বার কীভাবে জানা যাবে? কীভাবে জানা যাবে সাবজেক্ট অনুযায়ী সঠিক কাট-অফ বা পরীক্ষার স্কোর? এর ফলে কোনও পরীক্ষার্থীই জানতে পারছেন না নিজেদের সঠিক ফলাফল বা স্কোর। তবে, পরীক্ষার্থীদের মতে, কমিশনের উচিত ছিল সবার ফলাফল নাম, স্কোর সমেত এবং মেধা তালিকা সমেত পদ্ধতিগতভাবে প্রদান করা। এর পাশাপাশি উচিত ছিল, ইন্টারভিউতেও সঠিক অনুপাতে যোগ্য পরীক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া। কারণ পরীক্ষার স্কোরের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু একজন ইন্টারভিউতে চাকরির জন্য সম্পূর্ণভাবে সফল হতে পারেন। তাই কমিশন এর উচিত ছিল ফলাফল প্রকাশের বিষয়গুলোকে পদ্ধতিগতভাবে প্রকাশ করার। তাই এই সমস্ত উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে মূল্যায়নের দাবি তোলার হল মাদ্রাসা সার্ভিস কমিশনের স্বচ্ছতা বজায় রাখতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct