রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: কলকাতায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সুতি থানার এক শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম ইসমাইল সেখ (২৪)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার জগতাই-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার থেকে জানাজায় প্রায় দুই মাস আগে পেটের টানে বাড়ি থেকে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। অন্য দিনের মতো শনিবারও কাজ করছিলেন ইসমাইল সেখ। কিন্তু হঠাৎই বহুতল ভবনে কাজ করার সময় নীচে পরে যান ওই শ্রমিক। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পরেই দেহ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে পরিবারের পক্ষ থেকে। শ্রমিক যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct