রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: তিনটি আগ্নেয়াস্ত্র ও ছটি ম্যাগাজিন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো রানিতলা থানার পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত সাদেকের মোড় সংলগ্ন এলাকায়, অভিযান চালায় রানিতলা থানার ওসি মোঃ খুরশিদ আলম সহ তার টিম, ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে সন্দেহভাজন আটক করে, তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি সেভেন এম এম পিস্তল, ৬টি ম্যাগাজিন। তারপরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণনগর থানা এলাকায় , তাদের নাম আশিকুল শেখ ও জয়নাল শেখ, তারা এই আগ্নেয়াস্ত্র মালদা থেকে রাণীনগর থানার শেখপাড়া বাজারে পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিল, তার আগেই রানিতলা থানার পুলিশের হাতে পাকড়াও হয় বলে জানা যায়। ধৃতদের আজ সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। কোথায় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করত, এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct