এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: নাগরিক কনভেনশনের মধ্যে দিয়ে অশোকনগর বিধানসভাবাসীর অভাব, অভিযোগ, অসুবিধার কথা সরাসরি জানলেন অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ রবিবার বিকালে অশোকনগরের কচুয়া মোড়ে আয়োজিত ওই নাগরিক কনভেনশনে বিধায়ককে হাতের নাগালে পেয়ে এলাকার মানুষ তাদের সমস্যার কথা জানান ৷ রাস্তা, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা, আলোর সমস্যা ইত্যাদি সামাজিক সমস্যার পাশাপাশি ব্যক্তিগত অসুস্থতা, ঘরের সমস্যাও উঠে আসে ওই নাগরিক কনভেনশন ৷ সমস্যা জেনে তা সমাধানের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেন বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ বেশ কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি সহ অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারেরকে তৎপর হওয়ার অনুরোধ জানান ৷ বেশ কিছু সমস্যা বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন নারায়ণ গোস্বামী ৷ সম্প্রতিক সময়ে বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগর পৌর এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ অসুবিধার কথা জানতে ‘ওয়ার্ডে বিধায়ক’ কর্মসূচির সূচনা করেছিলেন ৷ ইতিমধ্যে তিনটি ওয়ার্ডে সেই কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছেন উপকৃত হয়েছেন বহু মানুষ ৷ রবিবার নাগরিক কনভেনশনের মধ্যে দিয়েও অশোকনগর বিধানসভার বহু সমস্যার কথা উঠে আসে ৷ আর সেই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ সাধারণ মানুষের সমস্যা সমাধানে বিধায়কের নিরবিচ্ছিন্ন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অশোকনগর বিধানসভাবাসী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct