নিজস্ব প্রতিবেদ, হলদিয়া, আপনজন: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের মুরাদপুর-হবিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ৪০টি মধ্যে চল্লিশটিতে জয়ী তৃণমূল কংগ্রেস,রবিবার শান্তিপূর্ণভাবে সমবায় ভোট সম্পন্ন হয়।দুপুর ২টার পর ভোট গণনা শুরু হয়,এবং গণনার শেষে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ছবি স্পষ্ট হয়ে ওঠে।এই জয়ের মাধ্যমে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থান আরও একবার প্রমাণিত হল। বিশেষ করে,যেসব বুথে পূর্বে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে ছিল, সেখানেও তৃণমূলের জয়লাভ রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে।তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শ্রেয়াংশু শেখর পণ্ডিত এই জয়ের জন্য সমবায়ের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি জানান,তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নে কাজ করছে এবং এই ফলাফল সেই আস্থার প্রতিফলন।এই নির্বাচনী ফলাফল চণ্ডিপুরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে বলে মত রাজনৈতিক মহলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct