নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কেন্দ্র সরকারের সংসদে আনা ওয়াকফ সংশোধনী বিলের তিব্র প্রতিবাদ চলছে গোটা দেশজুড়ে।
এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে সুজাপুর হাতিমারি ময়দানে ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ প্রত্যাহারের দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ সভায় ছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, প্রাক্তন মন্ত্রী তথা মানিচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র, রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহার বিধানসভার বিধায়ক মোসারাফ হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জি ছাড়াও জেলা ও ব্লক নেতৃত্ব। এদিনের সভায় সকল বক্তারা কেন্দ্র সরকারের আনা এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে তিব্র ভাষায় প্রতিবাদ জানান।
মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস জানান, এই ওয়াকফ সংশোধনীয় বিল কোনোভাবেই আমরা মেনে নেব না। আমাদের পূর্ব পুরুষের সম্পত্তি অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরবস্থান রক্ষা করতে জীবনের বাজি রেখে লড়াই করব। এই বিলকে প্রত্যাহার করতে প্রয়োজনে দিল্লির রাজপথে গিয়ে আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত না এই বিল প্রত্যাহার হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct