আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহিত পৌষ মেলা পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবারে পৌষ মেলা বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ পৌষ মেলার পুলিশ কন্ট্রোলরুম রোড ম্যাপ, কিউ আর কোড ও বেশ কিছু নিয়ম-কানুন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করেন বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর এ এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, জনসংযোগ আধিকারিক আতিগ ঘোষ সহ প্রশাসনিক ও বিশ্বভারতী আধিকারিকবৃন্দ। বীরভূম পুলিশ সুপার সমগ্র মেলা নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct