আসিফ রনি, মুর্শিদাবাদ, আপনজন: উত্তর মুর্শিদাবাদ ও জেলার উন্নয়নের একাধিক বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করে এসডিও অফিস ঘেরাওয়ের ঘোষণা জেলা সংগ্রাম সমিতির।
উন্নয়ন ও জেলাবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা ভাগের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু যেন কথা কথাই রয়ে গেল! মুর্শিদাবাদ নাম বজায় রেখেই জেলা ভাগের দাবি দিন দিন যেন তীব্রতার হচ্ছে। বিশেষ করে উত্তর মুর্শিদাবাদের দাবি জোরালো হচ্ছে। কিন্তু কেন এই জেলা ভাগের দাবি জোরালো হচ্ছে ?
উত্তর মুর্শিদাবাদের ফারাক্কা শমশেরগঞ্জ লালগোলা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সুতি সহ প্রায় ৪০ লক্ষ মানুষের ছোটখাটো সমস্যার সমাধান পেতে চরম হয়রানির শিকার হওয়া যেন নিত্যদিনের ঘটনা। কাউকে ৮০ কিলোমিটার ,কাউকে ১০০ কিলোমিটার কাউকে ১২০ কিলোমিটার পথ বেয়ে ছুটে যেতে হয় সেই বহরমপুর শহরে ।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা বাস্তব না হওয়ায় যেন রাজনৈতিক দলের উপর ভরসা হারিয়ে উত্তর মুর্শিবাদের মানুষ নিজেরা জেলা সংগ্রাম সমিতির অধীনে একত্রিত হচ্ছেন তাদের সাংবিধানিক অধিকার আদায় করে নেওয়ার জন্য। এই বেসিক শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অধিকার পাওয়ার জন্য সামনে থেকে লড়াই করছেন জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পা। তিনি আবার সাথে সাথে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষের দাবি-দাওয়া কে মেনস্ট্রিম করার জন্য এক অসম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হাসানুজ্জামান বাপ্পা এবং জেলা সংগ্রাম সমিতি।
জানা যায়,এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই সোমবার জঙ্গিপুর এসডিও অফ দপ্তর ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা সংগ্রাম সমিতির লড়াকু সদস্যরা। রবিবার সাংবাদিক সম্মেলন করে সে কোথায় ঘোষণা করলেন তিনারা।
এই আন্দোলনের অংশ হিসেবে রবিবার প্রায় ৩৫টি মিডিয়ার উপস্থিতিতে জেলা ভাগের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন হাসানুজ্জামান বাপ্পা এবং তার জেলা সংগ্রাম সমিতি। রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সংগ্রাম সমিতির সদস্যরা বলেন এটা কোন খয়রাত নয়, এটা আমাদের অধিকার। আর এই অধিকার আদায়ের লড়াইয়ে আমরা শেষ নিশ্বাস অব্দি লড়বো। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন জেলা সংগ্রাম সমিতির সদস্যরা। তারা আশা করছেন এই গণ-আন্দোলন মুর্শিদাবাদের মানুষকে নতুন করে ভরসার জায়গা করে দেবে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হওয়া বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময়ে যুগে যুগে সমাজকে পথ দেখিয়েছে। বিশেষ করে সমাজের শিক্ষকরা যখন দাবি আদায়ের জন্য এগিয়ে আসেন তখন পুরো সমাজ তাদের পিছনে হাটে।
জেলা সংগ্রাম সমিতি এবং হাসানুজ্জামান বাপ্পাদের এই পদক্ষেপ মুর্শিদাবাদের বুকে এক নতুন ভোরের সূচনা করবে এবং উত্তর মুর্শিদাবাদের মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবে বলেই আশা ব্যক্ত করেছেন বিশিষ্ট মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct