সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া, অন্যান্য যানবাহন গুলিও ধীর গতিতে চলছে। দূর্ভোগ বাড়ছে রেল যাত্রীদের। রবিবার সকালেই নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছে গেলেও বেশীরভাগ ট্রেন দেরীতে চলায় এখন তাঁদের ‘অপেক্ষা’ করা ছাড়া উপায় নেই!
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া স্টেশনের উপর দিয়ে যাতায়াতকারী ১২৮২৮- পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ৩০ মিনিট দেরীতে চলছে। ২০ মিনিট দেরীতে চলছে ১৩৫০৬ আসানসোল-দীঘা ট্রেনটি। এছাড়াও শীরোমনি ফাষ্ট-ও কুড়ি মিনিট দেরীতে চলছে। একই সঙ্গে ১৮০৮৫ খড়্গপুর-রাঁচি এক ঘন্টা দেরীতে চলছে বলে জানা গেছে।রেলযাত্রী সুপ্রিয় রায় বলেন, আজ তো কুয়াশার কারণে সব ট্রেন দেরীতে চলছে। ফলে গন্তব্যে পৌঁছাতে বেশ দেরী হবে বলে তিনি জানান।
রেল যাত্রী শিল্পী চ্যাটার্জী বলেন, ঘন কুয়াশা, দৃশ্যমানতা ভীষণ কম, এখন বাড়িতে বেরিয়ে গন্তব্যে কখন পৌঁছানো যায় সেটাই এখন দেখার বলে তিনি জানান। রেল যাত্রী তানিসা কর্মকারও সমস্যায়। তিনি বলেন, কুয়াশার কারণে বৃষ্টিতে মাথা ভিজে যাচ্ছে। এখন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোই অসম্ভব বলে তিনি জানান। রেল যাত্রীদের পাশাপাশি সমস্যায় সড়ক পথের যাত্রীরাও। দৃশ্যমানতা কম থাকার কারণে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে চালকদেরও। একটি ছোটো গাড়ির চালক সুমিত কুমার সিংহ বলেন, ঘন কুয়াশার কারণে দশ মিটার দূরত্বের জিনিসও দেখা যাচ্ছে। সেকারণেই ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের নিয়ে মুকুটমনিপুরে বেরিয়েছিলাম। সাড়ে আটটায় পৌঁছানোর কথা থাকলেও বেশ খানিক দেরী হবে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct