নুরউদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা, আপনজন: দক্ষিণী ক্রীড়া সংস্থার উদ্যোগে ২০২৪ -ফুটবল লিগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার তিনটি পর্যায়ের ফুটবল ফাইনাল প্রতিযোগিতা আজ দুপুর থেকে শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ১ নং ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ ময়দানে। সুপার ডিভিশনে ফাইনাল খেলা হয় কোম্পানির ঠেক ফুটবল একাডেমি বনাম কাশিনগর জাগরণী সংঘ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা হয় বিবেকানন্দ সেবা সংঘ বনাম কৌতলা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। অনূর্ধ্ব ১৩ ফাইনাল খেলা হয় চ্যাপলা বঙ্কিম ফুটবল একাডেমি ও কোম্পানির ঠেক ফুটবল একাডেমি। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, দক্ষিণী ক্রীড়া সংস্থার সভাপতি দিলীপ হালদার, সম্পাদক আবুল হোসেন গাজী, সহ-সম্পাদক তমজিদ আহমেদ ও লীগ কমিটির সম্পাদক পার্বতী চরণ পুরকাইত, জেলার রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেন্দ্র মন্ডল, সদস্য সাদ্দাম হোসেন গাজী সহ অন্যান্যরা। লীগ পর্যায়ের এই সুপার ডিভিশনে প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৫ হাজার টাকা। লীগ পর্যায়ের এই অনূর্ধ্ব ১৭ প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৪ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ ট্রফি সহ সাড়ে ৩ হাজার টাকা।
লীগ পর্যায়ের এই অনূর্ধ্ব ১৩ প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৩ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ আড়াই হাজার টাকা। এছাড়া থাকছে একাধিক আকর্ষণীয় পুরস্কার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct