সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় ও খয়রাসোল ব্লকের চন্দননগর যুব সংঘের পরিচালনায় গত ২১শে ও ২২ শে ডিসেম্বর দুদিন ব্যাপী এলাকার ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যুব সংঘের নিজস্ব খেলার মাঠে। ভলিবল,ব্যাডমিন্টন ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয় মেয়েদের এবং ফুটবল,দীর্ঘ লম্ফ ও স্লো সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলেরা। ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী দল এবং অন্যান্য খেলায় প্রতি বিভাগের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য পুরস্কৃত দুটি দল এবং ব্যক্তিগত ভাবে পুরস্কৃত প্রাপকরা পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান।খেলার মাঠে যুবক যুবতীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুই দিনের খেলায় প্রায় দেড় শতাধিক যুবক যুবতীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রোহিত শাহ,স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোরাচাঁদ মন্ডল , ক্লাব সভাপতি বিকাশ মিস্ত্রী ও সম্পাদক প্রসেনজিৎ মির্ধা, সমাজসেবী শ্যামল দাস, রূপনারায়ণ পান সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।আয়োজকদের বক্তব্য বর্তমান প্রজন্ম খেলার মাঠ ছেড়ে এখন মোবাইলে আসক্তি বাড়িয়ে তুলেছে। খেলাধুলার মাধ্যমে তাদেরকে মাঠ মুখী করার একটা প্রয়াস। অংশগ্রহণকারী সানিয়া বাউরি ও খেলার মাধ্যমে যে আনন্দ তা স্বীকার করে এবং অন্যদের কাছে ও মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct