আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: বর্তমান পরিস্থিতিতে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে চিন্তিত গোটা রাজ্যবাসী। নারীরা নিজেকে কিভাবে রক্ষা করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা, এই নিয়ে এক অভিনব কৌশল নিল জাপান ক্যারাটে এসোসিয়েশন। গোটা নদীয়া জেলায় এই এসোসিয়েশনের প্রশিক্ষণদের সংখ্যা প্রায় এক হাজার। রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই অ্যাসোসিয়েশনের রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার নদীয়ার শান্তিপুর ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে আড়াইশোর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো এক প্রশিক্ষণ শিবিরের। যেখানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন সুদূর জাপান থেকে আসা এক অভিজ্ঞ প্রশিক্ষক। পাশাপাশি ছিলেন এই অ্যাসোসিয়েশনের আরো অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষক রাও। এদিনের প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে প্রশিক্ষকরা জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে মেয়েদের নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরা। বেশিরভাগ খুদে পড়ুয়ারা এখন মোবাইলের প্রতি আসক্ত, তাই ছোট থেকেই তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে এবং মনোবল বাড়াতে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন সব সময় চেষ্টা করে থাকে। ক্যারাটে অভ্যাসে মেয়েরা সাবলীল হলে তারা নিজেদের নিজেরাই রক্ষা করতে পারবে যে কোন অপ্রীতিকর ঘটনা থেকে, শুধু তাই নয়, শরীর সুস্থ রাখতে ক্যারেটের বিকল্প আর কিছুই নেই। আগামীতে এই ক্যারাটে প্রশিক্ষণের প্রতি যাতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ে এবং তাদের ভবিষ্যৎ উজ্জলের জন্য আরো বদ্ধপরিকর থাকবে এই এসোসিয়েশন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct